বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g চাৰুনীতি পাঠ । দয়া তাহার বিলক্ষণ মনে লাগিল । সে বলিল, “আমি তেfমীর ছোট ভগিনীর উপর যে অন্যায় আচরণ করিয়াছি, তাহা বিবেচনা করিলে আজি আমি কোন প্রকারে তোমার এই দয়ার যোগ্য নহি । বাস্তবিক কি তুমি আমাকে ক্ষম। করিতে পার ?* নলিন বলিল, “পারি। আমি সমস্ত প্রাণের সহিত তোমাকে ক্ষমা করিলাম। আমি আশা করি তুমি আর কখনও কুন্দের প্রতি রাগ প্রকাশ করিবে না।” ভূপাল ৰলিল, “কখনই না, আমি প্রতিজ্ঞা করিতেছি আজ প্রাতের এই ঘটনা আমার চিরকাল মনে থাকিবে ।” সেই দিন হইতে বাস্তবিক ভূপাল তাহার প্রতিজ্ঞা পালন করিরাছিল,— আর কখনও তাহার মুখ হইতে নলিন বা কুন্দের প্রতি কর্কশ কথা শুনা যায় নাই । তা ছাড়া অপরাপর বালক বালিকাদিগের প্রতিও সে আর কখনও অভদ্র ব্যবহার করে নাই। সেই দিন হইতে সে ভাল হইতে লাগিল। কিছু দিন পরে ভূপাল তাহার খুড়ীমার নিকট হইতে মেলায় খরচ করিবার জন্য একটা সিকি পাইয়াছিল। তখন সে আর কিছু না কিনিয়া সিকিট দিয়া সেই ভগ্ন ভাণ্ডের মত একটা ভাড় কিনিয়া কুন্দকে দিল। ইহাতে কুন্দ বড় খুদী হইল। নলিন যে দেবনাথের সহিত সাক্ষাৎ হওয়াতে তাহার উপদেশ মত কাৰ্য্য করিয়াছিল ইহ। কি নলিনের পক্ষে ভাল হয় নাই ? অবশ্যই হইরাছিল। প্রতিহিংসা বা রাগ হইতে মুক্ত হওয়াই আমাদের কৰ্ত্তব্য। অপরে করুক বা না করুক, আমরা যেন কখনও কর্তব্য কাৰ্য্য ৰুরিতে বিমুখ না ছই। صصميميعد و = كحد