२b' চাৰুনীতি পাঠ । অসন্তুষ্ট না হইয়া ঈশ্বরের ইচ্ছার বশবৰ্ত্তী হইয়া চলা উচিত। আর তুমি ইহাও জানিও যে আমি দেখিতে পাই না সত্যবটে, কিন্তু আমি ত পার্থীর মিষ্ট গান শুনিতে পাই, সেইরূপ স্বৰ্য্যকে দেখিতে না পাইলেও তাহার সুখকর উত্তাপ সেবন করিতে পারি, অধিকন্তু ঠাকুরমার জন্য অনারাসে মোজা বুনিতেও পারি। ‘মোজা বুনিতে পরি’ এই কথা শুনিয়া এন কিছু বিস্মিত হইয়া বলিল, “না দেখিয়াও বুনিতে পার ? আমি ত একটু একটু বুনিতে জানি, কিন্তু বেশ বলিতে পারি চক্ষু মুদ্রিত থাকিলে আমি কখনও ফাস দিতে পারিতাম না ।” মুসেন বলিল, “আমি স্পর্শেন্দ্রিয় দ্বারা সেই প্রকার করিয়া থাকি। আমি ইহা অতিশীঘ্র ও করিতে পারি,অভ্যাসে ইহা আমার পক্ষে সহজ হইরা আসিয়াছে” । “উঃ ! কত শীঘ্র শাস্ত্র কাটা চলিতেছে! আমি আশ্চৰ্য্য হইতেছি, তুমি কিরূপে বুনিতেছ!” এই বলিয়া এন সেনকে জিজ্ঞাসা করিল, “তুমি কি নিৰ্ব্বিঘ্নে চারিদিকে যাইতে পার, না, তোমাকে কেহ ধরিয়া লইয়া যায় ?” সুসেন বলিল, “আমাদের কুটীরের চারিদিকে আমি বেশ এক যাইতে পারি। আমি হাত বাড়াইতে বাড়াইতে যাই এবং দেয়াল ছুইলে কোথায় আসিলাম তাহা বুঝিতে পারি। পথে যাইতে হইলে পাছে আমার পদস্খলিত হয় এই হেতু ঠাকুরমা আমাকে ধরিয়া লইয়া যান । কিন্তু যদি কেহ আমার কাছ দিয়া যায়, তাহ হইলে আমি তাহার পায়ের শব্দ শুনিয়া জানিতে পারি।”
পাতা:চারুনীতি-পাঠ.djvu/৩৭
অবয়ব