বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰুনীতি পাঠ। 勒y “অবন্ধ্যং দিবসং কুৰ্য্যাৎ ধৰ্ম্মধ্যয়নকৰ্ম্মস্থ।” ধন্য সেই মহাত্মা যিনি এই মহামূল্য বচনটা মূলমন্ত্ররূপে পরিগ্রহ করিয়া আপনার জীবনকে নিয়মপরতন্ত্র করিতেছেন । ধন্য তিনি, যিনি মানব জীবনের গুরুতর মহত্ত্ব ও দায়িত্ব অনুভব করিয়া একটা দিবসও বিফলে অতিবাহিত হইতে দেন না, এবং কোন দিন বিফলে অতিবাহিত হইলেও যিনি মহাত্ম। টাইটসের ন্যায় দৈনন্দিন কাৰ্য্য পর্য্যালোচনা করিবার সময় কাতর হৃদয়ে বলিতে পারেন, “হায়, হায়! একটা দিবস বৃথা নষ্ট করিয়াছি।” ধন্য তিনি, ধৰ্ম্ম যাহার শিরোভূষণ, অধ্যয়ন যাহার প্রিয়তম কাৰ্য্য, এবং কৰ্ম্ম যাহার প্রাণ। ধন্য সেই পরিবার, যেখানে ধৰ্ম্ম অধ্যয়ন ও কৰ্ম্মের ভাব নিয়ত জাগ্রত রহিয়াছে। যেখানে গৃহস্বামী ও গৃহস্বামিনী হইতে সামান্য পরিচারক পরিচারিকা পৰ্য্যন্ত সকলেই এই মন্ত্রে দীক্ষিত্ত, যেখানে গৃহের গৃহদেবতা পরমেশ্বরের পরম পবিত্র সিংহাসন হৃদয়ে হৃদয়ে প্রতিষ্ঠিত, এবং সকলের মস্তক সেই দেবতার সম্মুখে শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তিতে অবনত, যেখানে সকলেই অধ্যয়ননিরত, জ্ঞানপিপাসু, যেখানে সকল প্রকায় ভ্রম, কুসংস্কার ও অসত্যের অন্ধকার জ্ঞানের উজ্জ্বল আলোকে তিরোহিত হইয়াছে, যেখানে সকলেই কৰ্ম্মঠ, সকলের দৃষ্টি ও প্রত্যেক অঙ্গসঞ্চালন জীবন্ত ভাবের পরিচায়ক, আলস্য যেখান হইতে পলায়ন করিয়াছে, স্বৰ্য্যোদয় হইতে স্বৰ্য্যাস্তকাল পৰ্য্যন্ত যেখানে সকলেই কৰ্ম্মক্ষেত্রে বিচরণ করেন। ধন্য সেই সমাজ যেখানে সকলেই সম্ভাবে সম্মিলিত হইয়া সংসারস্থিতি ভঙ্গ-নিবারক সমাজপতি জগদীশ্বরকে মস্তকে রাখিয়া