ļO বে কলিকাতার সুবিখ্যাত সিটী কলেজের অধ্যক্ষ ও বামাবোধিনী পত্রিকার সুযোগ্য সম্পাদক শ্ৰীযুক্ত বাবু উমেশচন্দ্র দত্ত মহাশয় পুস্তক খানি আদ্যোপান্ত যত্নপূর্বক দেখিয়া দিয়াছেন এবং প্রফ সংশোধনে সাহায্য করিয়াছেন । ভূতপূৰ্ব্ব কাশীনাথ স্কুলের প্রধানশিক্ষক শ্ৰীযুক্ত বাবু রাজকুমার মুখোপাধ্যায় মহাশয় এবং উক্ত বিদ্যালয়ের ভূতপূৰ্ব্ব সম্পাদক শ্রীপুত্ত বাবু মহিমাচন্দ্র চক্রবর্তী মহাশয়, উভয়েই আমাকে বিশের উৎসাহ ও সাহায্য দান করিয়াছেন । উল্লিখিত মহাত্মাদিগের নিকট আমি চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ রছিলাম। সহোদর-প্রতিম ভাই ভবনাথ চট্টোপাধ্যায়ও সময়ে সময়ে প্রক সংশোধনে আমাকে সাহায্য করিয়া কৃতজ্ঞতার ভাজন হুইয়াছেন। এক্ষণে আশাপূর্ণ অন্তরে প্রার্থনা করি যে, যে উদ্দেশ্য হৃদয়ে পোষণ করিয়া এই গ্রন্থ লিখিত হইল, সকল সাধুসঙ্কল্পের পরম সহায় পরমেশ্বরের ইচ্ছায় তাহা যেন সফল হয়। আত্মোন্নতি বিধায়িনী সভা বরাহনগর । ঐকালীকৃষ্ণ দত্ত। ২৬শে ভাদ্র, বঙ্গাব্দ ১২৯১ ।
পাতা:চারুনীতি-পাঠ.djvu/৮
অবয়ব