পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—চার ও হাঙ্গ— মূৰ্খ চারু মনে করে, বুঝি হারু তাহারই ভয়ে নমস্কার করে । চারু আরও গৰ্ব্বে ফোলে । দুষ্ট ছেলেগুলাও ভারি খুলী। বলিতে লাগিল,— “কেমন । হারুর সে দিন কেমন সাজ হইয়াছিল। কেমন সং সাজিয়াছিল।” অন্যায় করিয়া হারুকে মারিয়া আজ তাহাই লইয়া ঠাট্ট করে, নিজেরা যে চুরি করিতে গিয়া কালি-মাখামুখে সং সাজিয়াছিল ছষ্টগুলা ছ’দিনেই তাহা ভুলিয়া গিয়াছে । হায় । উহাদের কি লজ্জা আছে ? --ছেলেদের উপন্যাস– \פס