পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=হাক্ষ পাড়া-পড়শীর চিঠিপত্র লিখিতে হইলে,—হারু। হার, কি সুন্দর করিয়া ভঁাহাদের চিঠিপত্র লিখিয়া দেয় । সন্ধ্যাবেলা হারুর বাপ বাড়ী আসে, হারু বাপের কাছে বসিয়া কত ভাল ভাল কথা, কত ভাল ভাল উপদেশ শুনে । হারুর বাপ চক্ষের জলে ভাসিয়া কত কথা বলে — —কত মুখের কথা, কত দুঃখের কথা, কত উপদেশের কথা । হারুর বাপ বলে,—“হারু, দ্যাখ, আমাদের আর কেহ নাই ; আমাদের ভগবান আছেন। ভগবান দয়া করিলে, তুই ভাল হইলে, আমাদের আর কোনই দুঃখ থাকিবে না । তোকে যে, হারু, লেখা পড়া শিখিতে দিতে পারিয়াছি, সে কেবল ভগবানের দয়ায়। দ্যাখ, বাবা, ভগবানের কত দয়া —ভগবান আমাদিগকে স্থষ্টি করিয়াছেন, আমাদের জন্য অল্প দিয়াছেন। পশু পক্ষী, কীট পতঙ্গ ইহাদের জন্ত আহার দিয়াছেন। গাছ, লতা, পাতা, তৃণটুক, পিপড়াটি, যা কিছু দেখিতেছিস, হারু, সব তাহার স্বষ্টি। হারু, সকল সময় তাহাকে ভক্তি করিস। @之 —ছেলেজের উপস্তলস