পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-চার ও হার-— আজ পরীক্ষা নূতন দোয়াত, নূতন কালি, নূতন কলম, ভাজকরা কাগজ হাতে, শাস্ত ভাবে সকল ছেলে আসিয়া পরীক্ষা দিতে বসিল । ছেলেগুলার কেহ কেহ পরীক্ষা দিতে আসিলই না। কিছুই পড়ে নাই, কি পরীক্ষা দিবে ? যে দুই একটা আসিল, প্রশ্ন দেখিয়া এক একটা অক্ষরকে যেন তাহাদের বাঘের মুখ বলিয়া মনে হইতে লাগিল । কোনটা উন্থ খুমু করিতে লাগিল । কোনটা কতক্ষণ কাক বক অাকিল। কোনটা কাগজে তুই এক পাত কালির আঁচড় পাড়িয়া রাখিয়া, পলাইয়া বাচিল,—“বাপ ।” চত্বাক্ষরু যেখানে পরীক্ষা দিতে বসিয়াছে, তাহারই কাছে চাকরে খাবার ঢাকিয়া নিয়া বসিয়া ছিল ; প্রশ্নের ছাপার অক্ষরগুলা দেখিয়া চারুর তখনই --ছেলেদের উপস্কাস— גטא