পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-চার ও হাক এ পোষাকটা ভাল নয়। ও পোষাকটা আবার পোষাক । ওটা ; ওটা ক’দিন আগে দু’তিন দিন পরিয়াছে। এটার গলার কাছে ফুল নাই। ঐট ; ওটাও তো এক দিন পরিয়া গিয়াছিল ; সকলে দেখিয়াছে। নূতন বাক্সের সকল পোষাক বাহির হইল। বাছিয়া, বাছিয়া, এক পোষাক—খুব নূতন, চারু সেই পোষাক পরিয়া যাইবে । খাইয়া দাইয়া, খোকন, সাজ গোজ করিল। “কি সিথিই করিয়া দিয়াছে, সোজা ।”— —আয়নায় দেখিয়া খোকন সিথি ভাঙ্গিয়া ফেলিল । “পোষাক এখানে উচু হইয়া রহিয়াছে, ওখানটায় ফুলিয়া রহিয়াছে। জুতা মস মস করে না”—পা বাকি দিয়া চারু জুতা ছুড়িয়া ফেলিয়া দিল । তাড়াতাড়ি চাকরের পোষাক ঠিক করিয়া দিল, বাকা সিথি কাটিয়া দিল, আর এক জোড়া ভাল জুতা আনিয়া দিল ; সে জোড়া পায়ে দিয়া হঁটিতেই মস মস্ মস্ মস্ শব্দ করিতে লাগিল

  • \o —ছেলেদের উপস্তাস