পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-छांझ ७ हॉक “দ্যাখ, তো, এখন কেমন ।” বাঃ ! আর কি ? তখন জুতা মস মস করিতে করিতে খোকন বাবু সকাল সকাল পাঠশালায় গেল। আজ সকল ছেলের মধ্যে খোকন-বাবুর সাজ,—ইস,— চক মক্ ঝক ঝক্‌ করিতেছে। খোকন বাবু পঞ্চুদের সঙ্গে মিলিয়া স্ফৰ্ত্তি করিয়া বেড়াইতে লাগিল। হারুর জামা নাই। হারু বলিল,—“বাবা, জামদিয়া কি হইবে ; আমার চাদর আছে, চাদর ভাল করিয়া কাচিয়া লই । কাপড় একটু ময়লা হইয়াছে, কাপড়ও কাচিয়া লই ।” ক্ষার দিয়া বেশ করিয়া হার কাপড় চাদর কাচিয়া আনিল । বঁাশের উপর শুকাইতে দিয়াছে, এমন পরিষ্কার হইয়াছে যে, রৌদ্রে ধব, ধব, করিতেছে। খাইয়া দাইয়া সেই কাপড় চাদর পরিয়া, পুথি পত্র নিয়া, বাপকে প্রণাম করিয়া হারু পাঠশালায় গেল । —ছেলেদের উপন্যাস– ৭১