পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-চার ও হায় হায় । চারুর এত পোষাক, এত সোণার হার,—সে গুলি হারুর সোণার পদকের আলোর কাছে ছাইয়ের মত কাল হইয়া গেল। কালমুখে চারু মাথা হেট করিয়া বসিয়া রহিল। রহিম, নরু, অবিনাশ, ইহারাও একে একে ভাল ভাল বই পুরস্কার পাইল । চারু ?—সভার মধ্যে চারুর নামও কেহ লইল না। আজ চারুর চক্ষে জল আসিতে লাগিল । এমন সময় হঠাৎ পাঠশালায় গোল উঠিল। বো করিয়া একটা ঢিল আসিয়া ইনস্পেক্টার মহাশয়ের সম্মুখে টেবিলের উপর পড়িয়াছে —“কে ছুড়িয়াছে ?” *কে ছুড়িয়াছে ?”— পণ্ডিত মহাশয় ধূলা কাদা মাখা ভূতের মত চেহার কয়েকটা ছেলের কাণ ধরিয়া টেবিলের সম্মুখে নিয়া আসিলেন। সকলে দেখিল,—সেগুলি সেই দুষ্টগুলি—পষ্ণু, নিবারণ, মতি, ভূতে, আর হরিশ ! --ছেলেদের উপস্কাস- ፃፃ