পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=চঞ্জি ও হায় আশীৰ্ব্বাদ করিলেন, পণ্ডিত মহাশয়েরা আশীৰ্ব্বাদ করিলেন ; সোণার পদক গলায় হারু বাপের পায়ে প্রণাম করিতে চলিল। এক এক কাল মুখ চারু বাড়ী গেল। ফুষ্টগুলি আর কি করিবে ? এ উহার কাণে, ও উহার কাণে, চিমটি কাটিতে লাগিল ।