পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-

করিয়া কাচিয়া লই। কাপড় একটু ময়লা হইয়াছে, কাপড়ও কাচিয়া লই।”

 ক্ষার দিয়া বেশ্‌ করিয়া হারু কাপড় চাদর কাচিয়া অনিল।

 বাঁশের উপর শুকাইতে দিয়াছে, এমন পরিষ্কার হইয়াছে যে, রৌদ্রে ধব্‌ ধব্‌ করিতেছে।

 খাইয়া দাইয়া সেই কাপড় চাদর পরিয়া, পুথি পত্র নিয়া, বাপকে প্রণাম করিয়া হারু পাঠশালায় গেল।


 দূর হইতে ঐ যে ফটক দেখা যায়। আজ তাহাদের পাঠশালা কি সুন্দর দেখা যায়! ফটকের লেখাটি কত দূর হইতে দেখা যাইতেছিল; হইতে ছোট দেখাইতেছিল; হারু যতই কাছে আসিতেছিল, লেখাটি ততই যেন বড় দেখাইতে লাগিল।

 পাঠশালায় গিয়া হারু, যেখানে রহিমেরা বসিয়া ছিল, সেইখানে গিয়া এক পাশে বসিল।

-ছেলেদের উপন্যাস-
৭১