পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের গৌরব-‘বঙ্গোপন্যাস' “ঠাকুরদাদার বুলি” নূতন সংস্করণে অধিকতর সুখপাঠ্য হইয়াছে। “-চিত্রে এবং রসে ভরা। ঝুলি অক্ষয় হউক। বাংলা দেশের মুখে মুখে প্ৰচলিত লোক-সাহিত্যের বিশেষ বাসটুকু এই সংগ্রহগুলিতে মধুর ভাবে রক্ষিত হওয়াতে এগুলি বাংলা-সাহিত্যে অপূৰ্ব সম্পদৰূপে গণ্য হইবে ।--”

  • ঠাকুরদাদার ঝুলির দ্বারা আমাদের সাহিত্য পুষ্ট ও সৌন্দৰ্য্য

শালী হইয়াছে।” শ্ৰীযুক্ত চন্দ্ৰশেখর মুখোপাধ্যায়।” * ঠাকুরদাদা প্রকৃতই যাদুকর। সেই স্বৰ্ণময় যুগের স্বপ্নময়ী গতি, -b< Siri,- SA", AT || CSS মনোহর ! --” কবিমানকুমার। শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর। “ঠাকুরদাদার ঝুলি বঙ্গসাহিত্যে উপাদেয় উপহায় ।--” শ্ৰীযুক্ত ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।-- “ঠাকুরদাদার ঝুলি বাঙ্গালায় 'অমর হুইবে ; দাঙ্গালীর ঘরে ঘরে পঠিত হইলে ; স্মাবাপরুদ্ধবনিতা সকলকে নিতা আনন্দ দান করিদ্ধে। শ্ৰীযুক্ত দেবেন্দ্ৰবিজয় বসু । ভারতী—“ঠাকুরদাদাদার ঝুলি অপুৰ্ব্ব ‘রোমান্স’, কবিত্ব, কল্পনা কুশলতা,-বাস্তবিক গৌরবের সামগ্ৰী । বঙ্গবাসী গ্ৰন্থকারের নিকট চির ঋণী। তাহার উদ্যম অসীম হউক, তাহার লেখনী অক্লান্ত হউক ৷” “-ঠাকুরদাদার ঝুলি-লুপ্ত রক্সের উদ্ধার ; বঙ্গভাষাকে খাটি দেশী সম্পদে সৌষ্ঠবান্বিত করিয়াছে। ঠাকুরদাদার কুলি আবালবৃদ্ধবনিতার Pas TPTESİN ” "প্রবাসী। চারুমিহির-“ঠাকুরদাদার ঝুলি-বীণাধৰ্মনি, নিশীথে কল্লোলিনী, পুরাতন স্থতি, স্বপ্নরাজ্য,- কালসমুদ্র হইতে উদ্ধৃত অমৃত-ভাণ্ড। গীতকথায় বাঙ্গালী-সাহিত্যে নুতন অধ্যায় সুচীত হইল।” দেশৰিশ্ৰত চিত্ৰভাণ্ডার সহ-অতুলন। বাঁধাই, মূল্য ১৪• প্রকাশক-ভট্টাচাৰ্য্য এণ্ড সন, ৬৫নং কলেজষ্ট্রীট, কলিকাতা