পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

কে রে?” বলিয়া কাঁদিয়া ফেলিল।

 ছেলেটি মুড়ি পাইয়াছে, আনন্দে ছুটিয়া মার কাছে গেল।

 বুড়ীও তখন শুধুই চারিটি মাত্র চা’ল পাইয়াছে; হারু বলিল,—“কি পাইয়াছ, দেখি।— আহা, এই চারিটি চা’লে তোমাদের কি হইবে?” হারু আর চারিটি চা’ল দিল, গাছে তিন চারিটা লাউ ছিল, একটা লাউ দিল। কতকটি সিম দিল।

 বুড়ীর দুই চক্ষু দিয়া ঝর্‌ঝক্ করিয়া জল পড়িতে লাগিল; ছেঁড়া কাণি পরণ, আঁচল নাই, দুই হাতের পিঠ দিয়া, বুড়ী, চক্ষের জল মুছিতে লাগিল।—

 দুঃখিনী ভিখারিণী; আহা, এতটুকু ছেলে করিয়া তাহার দুঃখ বুঝিল! ভিখারিণী হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল। বলিল,—“আহা বাবা, এমন মিষ্টি কথা তো কেহ বলে নাই; বাবা, তুই রাজা হ।”

 সারাপথ ভিখারিণী কত আশীর্ব্বাদ করিতে করিতে গেল। নরু, অবিনাশ, রহিম, ইহাদেরও চক্ষু জলে ভরিয়া উঠিল।

-ছেলেদের উপন্যাস-
৫৫