পাতা:চিকিৎসাসার.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}-Nలి চলিবার সময় এবং কাসিবার সময় অধিক বেদনা হয়। অলপ জ্বর হয়। রাত্রিতে অধিক ঘাম নির্গত হয়, শরীর শুষ্ক হয়। এই রোগ নানা প্রকারের হয় ; কোন সময় এমত প্রকার হয় যে তিন কিম্বা চারি মাসের মধ্যে মনুষ্য মরে । আর কোন সময় তিন চারি বৎসর কিম্বা অধিক কাল পর্য্যন্ত বাচিয়া থাকিতে পারে। যে সময়ে ফুসফুস অত্যন্ত ক্ষয় হইলে নিশ্বাস উত্তমৰূপে চলিতে না পারে, সে সময়ে মনুষ্য মরিয়া যায়। ঐ রোগের আরম্ভেতেই উপায় করিলে আরাম হইতে পারে, কিন্তু বিলম্ব হইলে আরাম হওয়া কঠিন হয় । কারণ । এই রোগের কারণ ভাল ৰূপে জানিতে পারা যায় না, কিন্তু বোধ হয় যে সরদিহইতে উৎপত্তি হয় । নিমু ভূমিতে কিম্বা জলাশয় স্থানেতে অর্থাৎ যে স্থানে পালা জ্বর হয়, সে স্থানে উক্ত রোগ অধিক হয় না, কিন্তু পৰ্ব্বতীয় স্থানেতে এবং শীতল দেশেতে অধিক হয় । উপায় । এই রোগ শরীরে উপস্থিত হইলে আপন দেশ ত্যাগ করিয়া বায়ু পরিবর্তনের নিমিত্তে অন্যদেশে গমন করিলে কিম্বা দেশান্তরে যাইয়া ভ্রমণ করিলে অধিক উপকার হইবে; কিন্তু ঔষধের নিমিত্তে অধঃস্থ উপায় করিবে ।