পাতা:চিকিৎসাসার.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه سي ছুইটী দাস্ত পরিষ্কার রূপে হইবে, ও শরীরে জোর হইবে। পাণ্ডু রোগের বিবরণ। চিহ্ন । চক্ষু হলুদবর্ণ হয়, ক্ষুধা হয় না, আহার জীর্ণ হয় না, কখন ২ মুখ কিম্বা উদর ফুলিয়া উঠে, আর মলের রঙ্গ প্রায় মৃত্তিকণবর্ণ কিম্বা শুক্লবৰ্ণ হয়, ও দক্ষিণ পাশ্বের পাজরের নীচে টিপিলে বেদন বোধ হয়, এবং প্রসাব লালবর্ণ হয় । কারণ | পিত্তকোষের রস বদ্ধ হইবাতে এই রোগের উৎপত্তি হয় । উপায় । জলবৎ আহার, অর্থাৎ সাগু কিম্ব আরারট কিম্বা ফেন কিম্বা পালো খাইতে দিবে। যদি স্যাৎ মোট মনুষ্য হয়, তবে ঐ বেদনার উপরে ছয়ট জোক বসাইবে, এবং পেট পরিষ্কার করিবার জন্যে নীচের লিখিত জোলাপ খাওয়াইবে । সোণামুখির পাতা • • • • • • • • ৩ মাৰী জাঙ্গি হরীতকী . . . . . . . . ৩ ঐ I 3