পাতা:চিকিৎসাসার.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏX দিগেতে, অর্থাৎ যে স্থানের ভূমি সমান, এবং বর্ষার জল ঐ জমির উপরে জমা হয়, এমত স্থানেতে অধিক° পুহা রোগ উৎপত্তি হয়। কিন্তু পৰ্ব্বতীয় স্থানেতে, অর্থাৎ যে স্থানে জলের স্রোত চলে, সে স্থানে প্লীহা অধিক হয় না। বোধ হয় যে পালা জ্বরহইতে প্লীহার উৎপত্তি হয়। উপায় । এই রোগ নিবারণার্থে এতদেশীয় লোকদের মধ্যে যে উপায় চলিত আছে, তাহাদ্বারা অনেক রোগি লোকের বিশেষ উপকার দৃশ্য হওয়াতে প্রথমে তাহা লিখিতেছি । ফলতঃ কলার ভিতরে প্রথম দিনে একটা সজীব জোনাকীপোকা দিয়া খাওয়াইবে , দ্বিতীয় দিনে ঐ প্রকারে কলার ভিতরে ছুইটী সজীব জোনাকীপোকা দিয়া খাওয়াইবে ; এবং তৃতীয় দিনে সেই প্রকার করিয়া তিনটী পোক দিয়া খাওয়াইবে। এই তিন দিবসের পরে যদি রোগের উপশম না হয়, তবে পুনরায় সেই উপায় আরম্ভ করিবে, কিম্বা নিমুলিখিত অন্য উপায় ব্যবহার করিবে । উপায় । যদি স্যাৎ মোট মনুষ্য হয়, তবে প্লীহার উপরে