পাতা:চিকিৎসাসার.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ শীং বসাইয়া চারি কিম্বা পাচ ছটাক আন্দাজ রক্ত বাহির করিবে, অথবা দশ কিম্বা পোনেরোটা জোক বসাইবে। আর মনুষ্য যদি স্যাৎ পাতল কিম্বা দুৰ্ব্বল হইয়া থাকে, তবে রক্ত মোক্ষণ না করিয়া অধঃস্থ ঔষধ খাওয়াইবে । ঔষধ । সফেদসম্বল • • • • • • • • • • ১ রতি সাবান . . . . . . . . . . . . ৩ ঐ এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া ২৫ পচিশটা বটিকা তৈয়ার করিয়া, জ্বর সম্পূর্ণ ৰূপে ত্যাগ হওন পর্য্যন্ত প্রত্যহ সন্ধ্যার সময়ে একটীর হিসাবে খাইবে, ও ইহার সঙ্গে নীচের লিখিত ঔষ ধও খাইবে । হিরাকস • • • • • • • • • • • • ৩ মাষা মুসৰ্ব্বর . ৩ মণীষী এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া ২৫ পচিশট বটিকা তৈয়ার করিয়া প্রত্যহ প্রাতঃকালে একটার হিসাবে খাইবে। এই রোগের উপায়ের নিমিত্ত্বে প্রত্যহ এক কিম্বা দুই দাস্ত পরিষ্কার রূপে হওয়া আবশ্যক। এই জন্যে প্রাতঃকালে ঐ গুলি খাইবার পর দুই প্রহর পর্য্যন্ত অনাহারে রহিবে। ইতোমধ্যে যদি স্যাৎ কোষ্ঠ পরিষ্কার না হয়, তবে