পাতা:চিকিৎসাসার.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ(t এই কএক দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া প্রত্যহ প্রাতঃকালে খাওয়াইবে। ইহাতে এক কিম্বা দুই বার উত্তম ৰূপে কেণষ্ঠ পরিষ্কার হইবে । এতদেশীয় উপায়। মুসবর • • • • • • • • • • ২ ঐ রস্থন • • • • • • • • • • • • ২ ঐ এই কএক দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া ষোলট বটিক তৈয়ার করিয়া প্রত্যহ দুই সন্ধ্যাতে দুইটা ২ খাওয়াইবে। আর পাচ দিবস অন্তর অৰ্দ্ধ ছটাক ওজনে ভেরেও তৈল খাওয়াইবে। ঐ অন্য উপায় । রস্থনের কোষ . . . . . . . . ৮ গণ্ডা লবঙ্গ . . . . . . . . . . . . ২ তোলা বাণ্ডি . . e e. • • ১ সের মুসৰ্ব্বর . ॥৩ ছটাক এই কএক দ্রব্যকে একত্র মিশিত করিয়া পঞ্চদশ দিবস পর্য্যন্ত রৌদ্রেতে রাখিবে, পরে প্রত্যহ এক বারেতে এক কাচ্চ ওজনে দুই সন্ধ্যাতে দুই কাচ্চ খাওয়াইবে। আর যদি স্যাৎ প্লীহা রোগের সম্লিষ্ট ভেদ হয়, তবে উক্ত উপায় করিলে ভাল।