পাতা:চিকিৎসাসার.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nరి এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া আটটী বটিক তৈয়ার করিয়া প্রত্যহ দুই সন্ধ্যায় দুইটা ২ খাওয়াইবে ; আর গরম জলেতে কাপড় ভিজাইয়া ঐ বেদনার উপরে দুই ঘণ্টা পৰ্য্যন্ত বান্ধিয়া রাখিবে। অন্য উপায় । গাইটের যে স্থানে বেদন হয়, সেই বেদনার উপরে সরিষার পোলটাস বসাইবে। যদি স্যাৎ অত্যন্ত বেদন হয়, এবং রোগী সহ করিতে না পারে, তবে তাহার নিমিত্তে অধঃস্থ উপায় করিবে । আফিম • • • • • • • • • • ১ রতি পারাচুর্ণ . . . . • . . . ગા૦ કે এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া এক পানেতে রাত্রিযোগে খাইবে। এই প্রকারে দুই তিন দিবস পর্য্যন্ত খাইলে উক্ত বেদন হ্রাস হইবে। পরে অধঃস্থ উপায় করিবে । o উপায় । টারপিন তৈল . . . . . . . . ॥৩ ছটাক স্পিরিট হার্চহৰ্ণ . . . . . . . . ॥৭ ঐ লাডনম . . . . . . . . . . ৷০ ঐ সরিষার তৈল . . . . . . . . ১ ঐ এই কএক দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া প্রত্যহ দুই তিন বার মৰ্দ্দন করিবে । L 3