পাতা:চিকিৎসাসার.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ২ ৩ খাওয়াইবে । তিন২ দিবস অন্তর আরাম হওন পর্য্যন্ত উক্ত অনুসারে নিত্য খাওয়াইবে । আর কখন ঐ রোগ কেবল পিচকারির দ্বারা আরাম হইতে পারে, কখন বা বটিক সেবনের দ্বারাও আরাম হইতে পারে । উক্ত রোগ যদি স্যাৎ শক্ত হইয়া থাকে, তবে গুলি খাওয়াইবে ও পিচকারি মারিবে, দুই প্রকার উপায় করিলে আরাম হইবে । আর উক্ত রোগ অনেক দিবসের হইলে আরাম হওয়া কঠিন হয় । এবং ঐ রোগ যদি স্যাৎ উক্ত ঔষধ দিতে আরাম না হয়, তবে নীচের লিখিত উপায় করিবে । উপায় । কপিভা . . . . . . . . . . ২০ ফোট এক বারে ২০ কুড়ি ফোটার হিসাবে দিবসের মধ্যে তিন. চারি বার খাওয়াইবে, ও এক বার উক্ত পিচকারি মারিবে, আর তারপিন ভৈল খাওয়াইবে, এবং পিচকারি মারিবে, ইহাতে আরাম হইবে। এই প্রমেহ রোগ তুল্য স্ত্রী ও পুরুষের আরো দুই তিন প্রকার রোগ উৎপন্ন হয়, তাহাতেও পূজের ন্যায় বীৰ্য্য পতন হয়। ঐ ব্যাধি স্ত্রীগমনদ্বারায় হয় না, কেবল কামযন্ত্র দুর্বল হইলে তাহা জন্মে। এই জন্য উপর লিখিত কলোসিন্থ গুলি খাওয়াইবে, ও সলফেট সিঙ্ক এক রতিকে জলেতে м 2