পাতা:চিকিৎসাসার.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ২ 8 মিশাইয়। পিচকারি মারিবে। যদি স্যাৎ ভিতরে ঘ হইয়া থাকে, তবে লুনার কষ্টিকের জলের পিচকারি মারিলে ভাল হইতে পারে। আর এক প্রকার প্রমেহ রোগ আছে, তাহাও পূজের ন্যায় চলে, কিন্তু তাহাতে কেশন বেদন কিম্বা জ্বালা হয় না। এই প্রকার প্রমেহ রোগ অনেক দিবসের হইলে উক্ত রোগ উৎপন্ন হয় । উক্ত রোগের উপায় । উপর লিখিত প্রমেহ রোগের উপায় প্রথমে করিবে। যদি স্যাৎ তাহাতে আরাম না হয়, তবে শলার উপরে পারার প্রলেপ অথবা তারপিন তৈল মাখণইয়া দিবসের মধ্যে দুই তিন বার লিঙ্গের ভিতরে প্রবেশ করাইবে । অন্য উপায় । দিবসের মধ্যে এক বার লুনারকষ্টিকের জলের পিচকারি মারিবে ; এই প্রকারে আরাম হওন পৰ্য্যন্ত প্রত্যহ এক ২ বার মারিবে । ধাতুচাল রোগের বিবরণ। চিহ্ন । দিবসে কিম্বা রাত্রে শয়ন কালীন ধাতু পড়ে, অণর মনের উন্মত্তত হইলে পড়ে, কখন বা মনের উন্মত্ততা না হইলেও পড়ে; কামেচ্ছা হইলেই পড়ে,