পাতা:চিকিৎসাসার.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S RS উপায় । যদি স্যাৎ বাগি ও গরমি এক সঙ্গেতে হয়, তবে গরমি রোগের উপায়েতে উভয়ে ভাল হইবে। আর যদ্যপি কেবল বাগি হয়, তবে, هي পারাচুর্ণ . . . . . . . . . . ৩ মাষাকে চারি ভাগ করিয়া প্রত্যহ এক ২ ভাগ খাওয়াইবে ; পরে নীচের লিখিত অধঃস্থ জোলাপ দিবে। বিটলবণ . . . . . . . . . . ১৭ রতি সোরা . . е е 曾 ● ● 弗,é é - - No જે রেউচিনি . . . . . . . . . . ১৬ ঐ এই তিন দ্রব্য একত্র চুর্ণ করিয়া কিঞ্চিৎ জল তাহাতে মিশাইয়া প্রথম দিবস সন্ধ্যণর সময়ে খাওয়াইবে । পরদিবস প্রাতঃকাল পর্য্যন্ত যদি স্যাৎ কোষ্ঠ পরিষ্কার না হয়, তবে সেই সময়ে অৰ্দ্ধ ছটাক ভেরেণ্ডার তৈল খাওয়াইবে, ইহাতে কেণষ্ঠ পরিষ্কার হইবে, এবং পারার ফোস্কা শরীরে হইবে না। আর এই রোগের উৎপত্তি হইবার সময়ে অর্থাৎ রোগের প্রথমে ঐ বাগির উপরে পারার প্রলেপ মাখাইলে আশরাম হইতে পারে । আর যদি স্যাৎ তাহাতে আরাম না হয়, তবে গরম ভাতের পোলটীস তাহার উপরে বসাইলে সে পাকিবে, পরে অস্ত্র করিয়া দিবে।