পাতা:চিকিৎসাসার.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Ф. е. স্থানেতে অর্থাৎ যে স্থানে রাখিলে শরীরে সর্বদা শীতল বাতাস লাগে, এমত স্থানে রাখিবে। আর প্রত্যহ সেই ব্যক্তির কাপড় বদলাইয়া দিবে। জ্বর ও ফোস্কাদি অলপ হইলে সে সহজে অারাম হইতে পারে, আর যদিস্যাৎ অধিক হইয়া শরীরে মিলিয়া যায়, তবে অণরাম করিবণর নিমিত্তে অতিশয় সাবধান পূর্বক উপায়াদি করিতে হইবে । আর শরীরে অধিক জ্বর থাকিবার সময়ে মনুষ্য পাগলের ন্যায় হয়, এবং জলে প্রবেশ করিতে চাহে, এই নিমিত্তে তাহাকে যত্ন পূর্বক সাবধান করিয়া রণথিতে হইবে । অধিক বসন্ত হইলে মুখের উপরে এবং শরীরে অতিশয় চিকু থাকে, তাহা মনুষ্যকে বিত্র করে, এই নিমিত্তে তাহ লোপ করিবার জন্য অধঃস্থ উপায় করিবে । ঐ ফোস্কা পাকন অবধি তাঙ্কণর উপরের খোস। বাহির হওন পর্য্যন্ত, ইঙ্গার মধ্যে যে সময় সেই সময়ে প্রত্যক লুনার কষ্টিকের জল পালকের দ্বারা চারি কিম্বা পাচ বার ঐ ফোস্কার উপরে লাগাইবে, ইহাতে বসন্থের চিকু অধিক রহিবে না। সেই অভিপ্রায়ে এতদেশীয় লোকেরা নারিকেলের জল চৰ্ম্মে লেপন করে ।