পাতা:চিকিৎসাসার.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X he আর উক্ত রোগেতে মল যদিস্যাৎ কঠিন হইয়া থাকে, তবে অৰ্দ্ধ ছটাক আন্দাজ ভেরেগুার তৈল খাওয়াইবে; তাহাতে ঐ মল পাতলা হইয়া নির্গত হইবে। এবং আরাম হওন পর্য্যন্ত প্রত্যহ প্রাতঃকালে রেউচিনি দুই রতি ওজনে খাওয়াইবে । কর্ণের চৰ্ম্মেতে ঘা হইবার বিবরণ। কর্ণের চৰ্ম্মেতে কখন ২ ঘা হইয়া পূজ নিৰ্গত হয়, তাহার উপায় । কৰ্ণ যখন কটকট করিবে, সেই সময়ে তুলা করিয়া লাদনম লইয়া চারি কিম্বা পাচ ফোটা আন্দাজে আরাম হওন পর্যন্ত প্রত্যহ কৰ্ণেতে দিবে। ওলাউঠার বিবরণ। চিহ্ন । জলের ন্যায় ভেদ হয়, এবং বমি হয়, হস্ত পদ শীতল হয়, শির খেচিয়। ধরে, প্রস্রাব হয় না, পিপাসা হয় । বালকদিগের ঐ রোগ হইলে তাহারা প্রায় অনেকেই আরাম হইতে পারে না । ,