পাতা:চিকিৎসাসার.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ ২ উপায় । ভেরেণ্ডার তৈল . . . . . . 20 ছটাক তারপিন তৈল . . . . . . ২।০ তোলা এই দুই তৈলকে একত্র মিশ্ৰিত করিয়া প্রত্যহ অৰ্দ্ধ তোলার ওজনে খাওয়াইবে। অন্য প্রকার উপায় । ডালিম গাছের শিকড় V০ এক ছটাককে এক পোয়। জলেতে উত্তমৰূপে সিদ্ধ করিয়া প্রত্যহ অৰ্দ্ধ তোলা ওজনে লইয়া তাহাতে কিঞ্চিৎ দুগ্ধ মিশ্রিত করিয়া খাওয়াইবে। মুখের ঘায়ের বিবরণ। চিহ্ন । বালকদিগের মুখেতে এবং ওষ্ঠেতে ঘা হয়, কিন্তু শীঘ্ৰ শুষ্ক হয় না। উপায় । প্রথমে অৰ্দ্ধ তোলা ওজনে ভেরেও তৈলের জোলাপ খাওয়াইয়া পেট পরিস্কার করাইবে; পরে আরাম হওন পৰ্য্যন্ত ঐ ক্ষতকে প্রত্যহ কিটকিরি মিশ্ৰিত জলেতে ধৌত করাইবে।