পাতা:চিকিৎসাসার.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వ উপকার । কোষ্ঠ পরিষ্কার হয়। সাসাফুস তৈল। জন্ম । এক বৃক্ষের কাষ্ঠ ও ছালহইতে তৈয়ারি হয়। উপকার । বলিষ্ঠ করায় ; প্রস্রাব নির্গত করায় ; শরীরকে শীতল করায় । গরমি রোগের দ্বারায় যদিস্যাৎ শরীরের রক্ত মলিন হয়, তবে তাহা পরিষ্কার করিবার জন্য দেওয়া যায় । ওজন । এক বারেতে ১০ ফোটাহইতে ২০ ফোট পৰ্য্যন্ত বিয়ের মধ্যে দুই কিম্বা তিন বার খাওয়াইবে । কপূৰ্ব । জন্ম । এক বৃক্ষের আঠাহইতে তৈয়ারি হয়। উপকার । বলিষ্ঠ করায়, শীতল করায়, চক্ষুর ব্যামোহেতে দেওয়া যায়, ও নানা প্রকার মাখিবার তৈলেতে মিশ্রিত হয়।