পাতা:চিকিৎসাসার.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ ৫ খদির কিম্বা খয়ের । উপকণৱ । রক্তগতিসার রোগিকে খাওয়াইতে হয়, ও নানা প্রকার ঘায়েতে দেওয়া যায়, তাহার রক্ত বন্ধ করিবার জন্যে । ওজন । এক বারেতে ৫ রতিহইতে ১৫ রতি পৰ্য্যন্ত লইয়া দিবসের মধ্যে দুই কিম্বা তিন বার খাওয়াইবে। খয়েরের জল । খয়ের • • • • • • • • • • ১ তোলা কাবাবচিনির চুর্ণ . . . . . - ৩০ রতি এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া দুই ঘণ্টা পৰ্য্যন্ত গরম জলেতে ভিজাইয়া রাখিবে, পরে ছণকিয়া লইবে । পরে এক বারেতে এক তোলা ওজনে দিবসের মধ্যে তিন বার খাওয়াইবে । উপকার । রক্তাতিসার হইলে কিম্বা খালি রক্ত ভেদ হইলে ঐ ঔষধ খাওয়াইতে হয়। খয়েরের টীক্ষচর । , খয়ের • • • • • • • • • ノン2 ছটাক কাবাবচিনির চুর্ণ . . . . . . ১ ঐ ! আলকোহল . . . . ১ সের