পাতা:চিকিৎসাসার.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३.8 > এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া ১০ মিনিট পৰ্য্যন্ত রাখিবে, পরে ছাকিয় লইয়া পিপাস হইলে প্রয়োজনানুসারে পান করাইবে। পিপেরমেণ্ট । তিন রকম পিপেরমেণ্ট আছে। প্রথম এক প্রকার তৈল। চিহ্ন । তৈলের ন্যায়; কিঞ্চিৎ হরিদ্রণবর্ণ। ওজন । এক কিম্বা দুই টোপা হিসাবে ব্যবহার করিবে । দ্বিতীয় পিপেরমেণ্ট আরখ । চিহ্ন । অলপ হরিদ্রাবর্ণ; জলের ন্যায়। ওজন । ২০ টোপা হিসাবে ব্যবহার করিবে। তৃতীয় পিপেরমেণ্ট এক গাছের আরখ ; তাহ শাকবর্ণ জলবৎ । ওজন । ২০ টোপ হিসাবে ব্যবহার করিবে। এই কএক রকম পিপেরমেন্ট এক গাছের পাতাহইতে তৈয়ারি হয়; সে গাছ পুদিনার ন্যায়। উপকার । উদর ঠাণ্ড করে, ও বায়ু নাশ করে।