পাতা:চিকিৎসাসার.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ৫ ৯ ফটকিরি। উপকার । নানা প্রকার ঘা শুষ্ক করিবার নিমিত্তে, বিশেষতঃ মুখের ঘায়েতে এবং চক্ষুতে দেওয়া যায়। ওজন । ৫ রতি অবধি ১০ রতি পৰ্য্যন্ত খাওয়াইবে । ফটকিরির থই । গরম লোহের উপরে দিলে তাহা গলিয়া অতিশয় হালকা ও শুক্লবৰ্ণ হয়। তাছা চূৰ্ণ করিয়া নানা প্রকার ঘায়েতে, বিশেষৰূপে মুখের ঘায়েতে দেওয়া যায়। কাচা ফটকিরিহইতে ইহার তেজ অধিক। আইরন;লেীহ । উপকার ও ওজন । . বলদায়ক । ৫ রতিহইতে ১০ রতি পৰ্য্যন্ত লইয়া তাহাতে কিঞ্চিৎ মাথগুড় মিশ্ৰিত করিয়া খাওয়াইবে। কার্বণেট অফ আইরণ। জন্ম । লৌহ কলঙ্কহইতে হয়। চিহ্ন । লালমৃত্তিকাবর্ণ চুৰ্ণ ; বড় ভারি ; গন্ধ নাই ; আস্বাদন মৃত্তিকার ন্যায়।