পাতা:চিকিৎসাসার.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

לל উক্ত কাচ ক্রমে ২ চেপটা হয়, এই জন্যে দৃষ্টির হাসত হয়। এমন সময়ে চসম ব্যবহার করিলে পরিষ্কার রূপে দৃষ্টি হয়। ঐ স্থূল মধ্যকাচের পশ্চাৎ ভাগে ঐ গোলার মধ্যেতে অণ্ডের সফেদার ন্যায় (vitreous humour) ar arētā Rg fãs হইয়াছে। দৃষ্টির বিবরণ। চক্ষুর দ্বারা যে কোন বস্তুকে দেখিতে পাওয়া যায়, তাহাহইতে আলোর কিরণ আসিয়া চক্ষুর পুত্তলি দিয়া স্থূলমধ্যকাচ পৰ্যন্ত সোজা ৰূপে প্রবিষ্ট হয় ; কিন্তু ঐ কাচ গোলাকার হওয়া প্রযুক্ত তাহার মধ্যেতে যে কিরণ প্রবেশ করে তাহাকে আকর্ষণের দ্বারা কিঞ্চিৎ বক্র করিয়া আনে ; তাহাতে ঐ কিরণ আগার ন্যায় হইয়া রেতাইনার উপরে ঠিকৰূপে পড়িতে পারে। ঐ কিরণ চক্ষুর গোলার ভিতরে প্রবিষ্ট হইয়া কি প্রকারে পড়ে, তাহা বলি। বাহিরের বস্তুর উপরহইতে যে কিরণ আইসে তাহা ঐ গোলার ভিতরে প্রবিষ্ট হইয়া নীচে পানে যায়, এবং নীচহইতে যে কিরণ আইসে সে উপর পানে যায়। আর রেতাইনার উপরে যে আকৃতি পড়ে তাহা উলটা হইয়া পড়ে। আর চল্লিশ বৎসরের অধিক বয়ঃক্রম হইলে দৃষ্টির হ্রাসত হইতে