পাতা:চিকিৎসাসার.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৬ মোমের অগ্রভাগহইতে কিঞ্চিৎ বাহির করিয়া লইবে। পরে সেই গৰ্ত্তে অত্যপ লুনার কষ্টিক বসাইয়া দিয়া তাহাকে লিঙ্গের ভিতরে গলাইয়া যে স্থানে ঐ ঔষধ দিবার প্রয়োজন আছে, সেই স্থানে তাহার মুখ পোছাইয়া পাচ মিনিট পৰ্য্যন্ত রাখিবে, পরে তাহা গলিয়া গেলে শলা বাহির করিয়া লইবে । উপকার। লিঙ্গের ভিতরে কোন প্রকার ঘা হইলে কিম্বা তাহার ছিদ্র সরু হইলে এই বোজি ব্যবহার করা যায় । টরপেনটাইন বোজি । শলার মুখেতে তারপিন তৈল লাগাইয়া লিঙ্গের ভিতরে গলাইবে । উপকার । বহু দিবসের প্রমেহ রোগেতে ইহা করিতে হয়। উক্ত মত করিবার জন্য যদি শলা না পাওয়া যায়, তবে এক খানি পাতলা নেকড়া, যাহার এক মুখ আন্দাজ এক বুরুল, অন্য মুখ ডের বুরুল চেড়া, তাহা লইয়া মোমেতে ডুবাইয়া শলিতার ন্যায় শক্ত করিয়া পাকাইবে ; পরে দুই খান তক্তার মধ্যে রাখিয়া ঘসিয়া চতুদিগে সমান