পাতা:চিকিৎসাসার.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X6. মেরুর হাড় । মেরুদণ্ড নামক যে হাড়ের স্তম্ভ তাহা মস্তকহইতে নিতম্ব পর্যন্ত বিস্তীর্ণ হইয়া আছে, তাহার সকল হাড় পরস্পর একত্র জড়িত হইয়া অতিশয় দৃঢ় আছে, তথাপি অলপ চলাচল হইতেছে, যাহার দ্বারা মনুষ্য উভয় পাশ্বে অল্প বাক হইতে ও ঘুরিতে পারে। আর মেরুহাড়ের মধ্যেতে অঙ্গুষ্ঠ পরিমিত এক ফুকর আছে, মগজহইতে একটি বড় ইন্দ্রিয়তার উৎপন্ন হইয়া মেরুহাড়ের সেই ফুকরের মধ্যে প্রবিষ্ট হইয়া তাহার দুই মুখ পৰ্যন্ত ব্যাপ্ত হইয়া আছে । ও মেরুহাড়ের প্রত্যেক যোড়ের মুখহইতে অতিশয় সরু রজজুর ন্যায় বহু ইন্দ্রিয়তার উক্ত বড় ইন্দ্রিয়তারহইতে নির্গত হইয়া সকল শরীরে প্রবিষ্ট হইতেছে । পাজর । পাজরের এক ২ যোড়া হাড়ের মুখ মেরুহাড়ের প্রত্যেক গাইটের বাম ও দক্ষিণ পাশ্বে জড়িত হইয়াছে; ও পাজরের প্রথম ছয় যোড়া হাড়ের মুখ কোমলাস্থির দ্বারা বক্ষোস্থির সহিত জড়িত হইয়াছে; ও মধ্যের চারি যোড়া হাড়ের মুখ বক্ষেস্থির সহিত জড়িত হয় নাই, কিন্তু কোমলাস্থির দ্বারা ঐ হাড়ের মুখ আপন ২ শরীরে পরস্পর লগ্ন হইয়া একটি মুখ с 2