পাতা:চিকিৎসাসার.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి-లి ( সাবানের জল কিম্বা তৈল কিম্বা মেগ্লিসি কিম্বা সোদা উষ্ণ জলের সহিত মিশ্ৰিত করিয়া অধিক পার করাইলে সে আসিডের তেজ নাশ হয়। তাৰ্ত্তর ইমেটিকের তেজনাশক উপায়। অধিক তার্তর ইমেটিক খাইলে অত্যন্ত বমি হয়, অতএব তাহ বন্ধ করিবার নিমিত্তে উদর পুরিয়া উষ্ণ জল পান করাইবে, ইহাতে যদিস্যাৎ বমি বন্ধ না হয়, তবে লাদনম দশ ফোটা করিয়া ঘণ্টায় ২ খাওয়াইবে, তাহাতে বমি বন্ধ হইতে পারে। অtশনিকের তেজনাশক উপায়। আর্শনিক কিম্বা হরিতাল অথবা নানা প্রকার বিষ তুল্য ঔষধাদি সেবন করিলে আমাশয় অথবা উদর বড় গরম হয় ও কামড়ায়, ও কখন ২ শির খেচে ; তাছা বন্ধ করিবার নিমিত্তে প্রথমে কোন প্রকারে বমি করাইবে । পরে ডিস্কের শ্বেতবর্ণ লালকে এক সের ছন্ধেতে কিম্বা তিন ছটাক জলেতে মিশ্ৰিত করিয়া পান করাহলে তাহার তেজ হ্রাস হইবে। তুতিয়া ও হিরাকসের তেজনাশক উপায়। আশনিকের তেজ নাশার্থে যে সকল উপায়াদি লিখিয়াছি, ইহাতেও সেই সকল ঔষধাদি খাওয়াইবে ।