পাতা:চিকিৎসাসার.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి లి థ్రి আফিমের তেজনাশক উপায় । প্রথমে বমি করাইবে, পরে শিরক কিম্বা লেবুর রস কিম্বা তেঁতুল গুলিয়া পান করাইলে তাহার তেজ নাশ হইবে । পার। কিম্বা কালামিল কিম্বা রসকপূরের তেজনাক উপায় । প্রথমে কোন প্রকারে বমি করাইবে, পরে ভাল ডিম্বকে ভাঙ্গিয়া জলেতে মিশাইয়া খাওয়াইবে। যদি স্থাৎ তাহা না পাওয়া যায়, তবে ময়দা কিম্বা আটাকে জলেতে গুলিয়া পাতলা করিয়া পান করাহবে। গন্ধক। উপকার । কিঞ্চিৎ ভেদ হয়, রক্ত পরিস্কার করে ; এবং নানা প্রকার চৰ্ম্মরোগে অর্থাৎ খোষ ও চুলকুনি আণদি"রোগেতে দেওয়া যায় । ও জন । রক্ত পরিস্কার করিবার নিমিত্তে এক বারেতে দশ রতি ওজনে দিবসের মধ্যে দুই বার, আর