পাতা:চিকিৎসাসার.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి లివె ছয়, এই নিমিত্ত্বে বালকদিগের শরীরে হাড় ভগ্ন হইলে এক কিম্বা দেড় মাসের মধ্যে আরাম হইতে পারে ; কিন্তু বৃদ্ধ লোকের শরীরের কোন স্থানে হাড় ভগ্ন হইলে তাহা অারাম চইবার জন্য উক্ত সময়হইতে তই তিন মাস অধিক লাগিবে । ২ । নাশক দাহের দ্বারা শরীরের কোন স্থানেতে রক্ত জমা হইয় তাহার নাড়ী বৃদ্ধি করে ; আর ঐ দাহ শরীরের মধ্যে যত দূর পর্য্যন্ত প্রবিষ্ট হয়, তত দুর পর্য্যন্ত মাংস এবং হাড় পচিয়া যায়। এই প্রকার দাহের দ্বারা শরীরে নানা প্রকার ঘা, ফোড়া, আবু, এবং পচা ঘা, ইত্যাদি অনেক হয়, তাহা শরীরকে ক্ষীণ করে, এবং কখন ২ প্রাণনাশক হয়। রক্তমোক্ষণ ৷ মস্তক কিম্বা হস্ত পদাদি বেদনা করিলে, অথবা মোটা মনুষ্যের শরীরে পক্ষাঘাতি রোগ জন্মিলে, ক্লিম্বা কোন আঘাতের দ্বারা শরীরের কোন স্তানে বেদন হইলে, কিম্বা অন্য কারণ বশতঃ যদিস্যাৎ কখন ২ রক্ত মোক্ষণ করিতে হয়, তবে নীচের লিখিত অনুসারে তাহা করিবে। প্রথমে বাহুর উপরিভাগ দড়ির দ্বারা বান্ধিবে, পরে মধ্যাদিক নাড়ী ফুলিয়া উঠিলে কনুইর খোলেতে তাহা কালবৰ্ণ দৃশ্ব হইবে, পরে সেই নাড়ীর উপরে অস্ত্র চালাইবে । কিন্তু মাংসের ভিতরের কোন 2 н 2