পাতা:চিকিৎসাসার.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 (ع۹ হইয়া যদিস্তাৎ ক্রমে বৃদ্ধি পায়, তবে তাহাকে নীচের লিখিত প্রকারে কাটিলে আরাম হইতে পারিবে। প্রথমে তাছার মুখেতে আকর্ষি অস্ত্র লাগাইয়া বাহিরে টানিবে, পরে ছুরি কিম্বা কঁচির দ্বারা কাটিবে। আর কখন ২ সেই বস্তুকে উক্ত প্রকারে টানিয়া আনিয়া তাহার উপরে গরম লোহা লাগাইয়া পোড়াইয়া দিলে আরাম হইতে পারিবে । জলোদরী রোগ। এই রোগ বৈদ্য বিদ্যার ঔষধাদি ও চিকিৎসামুসারে আরাম না হইয়। যদিস্যাৎ জল জমা হইয়া থাকে, তবে তাহাকে নীচের লিখিত প্রকারে বাকির করিতে হইবে ; ফলতঃ ঐ রোগিকে কাইত করিয়া শয়ন করাইবে, পরে তলপেটের মধ্যস্থলে অর্থাৎ নাভির নীচহইতে ইন্দ্রিয়হাড়ের উপরি ভাগ পৰ্য্যন্ত, ইহার মধ্যে যে স্থান আছে, তাহার ঠিক মধ্যস্থলে কেনিউলার সম্বলিত টোকার দ্বারা ছিদ্র করিয়া পরে ঐ টোকার নামক অস্ত্রকে বাহির করিয়া লইয়া কেবল কেনিউলারের মুখকে তাহাতে লাগাইয়া রাখিবে, ও তাঙ্কণর দ্বারা উদরহইতে জল নির্গত হইবে। সকল জল নির্গত হইলে পরে কোনউলারকে বাহির করিয়া লইয়া পটার