পাতা:চিকিৎসাসার.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“O 3 & ফোকনাতে ছিদ্র করিবার বিবরণ। প্রস্রাব বদ্ধ হওয়াতে লিঙ্গের ভিতরে যদিস্যাৎ কোন প্রকারে ঘা হইয়া থাকে, ও তাঙ্কণতে যদিস্তাৎ শলা গলাইতে না পারা যায়, তবে প্রস্রাব জল নিগত করিবার জন্য ঐ রোগির নিদান সময়ে নীচের লিখিত মতে ফোকনাতে ছিদ্র করিতে হইবে । অস্ত্র করিবার নিমিত্তে এক খানি ছুরি, লম্বা আন্দাজ চারি বুরুল, চেড়। আন্দাজ বুরুলের এক পোয়া হইবে, তাহার গঠন কাস্ত্যার ন্যায় বাকা, কেবল তাহার অগ্রভাগে অদ্ধ বুরুল পৰ্য্যন্ত ধার আছে, এই প্রকারের এক খানি ছুরি আবশ্বক হইবে । গুহের মুখ হইতে, ইস্তক তই বুরুল লাগাইদ তিন বুরুল, ইহার মধ্যে এক স্থান আছে, যে স্থানে ফোকনা ও পেটের আন্ত্রিকের পরদা একত্র লগ্ন হইয়াছে। সে স্থান কোমল বোধ হয়, ১ও ফোকনা জলেতে পূর্ণ হইলে উক্ত স্থান ফোস্কার ন্যায় হইয়া অল্প ফুলিয়া উঠে। সেই স্থান এক কিম্বা দুই অঙ্গুলি আন্দাজ চোড়া। পরে বাম হস্তের তর্জন অঙ্গুলিকে গুহ্যদ্বারে প্রবেশ করাইবে । ঐ অঙ্গুলি পেটের দিগে রহিবে। পরে উক্ত স্তণনের ঠিক মধ্যস্থল নিৰূপণ করিয়া অঙ্গুলির মুখ সেই স্থানেতে লাগাইবে। পরে ছুরির মুখে কি