পাতা:চিকিৎসাসার.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و 8 معه ঞ্চিৎ মোম লাগাইয়া অঙ্গুলির পেটের উপর দিয়া তাহাকে চালাইবে। যে স্থানে অঙ্গুলির মুখ আছে, সেই স্থানে পৌছাইয় তাহার মুখের মোম ফেলিয়া দিয়া যেখানে অঙ্গুলির মুখ আছে, সেই স্থান ঠিকৰূপে নিৰূপণ করিয়া চিরিয়া দিলে তাহণহইতে জল নির্গত হইবে। উক্ত প্রকারে ফোকনাতে ছিদ্র করিতে গেলে অথবা চিরিবাতে কোন ভয় নাই, কেবল তাহার ছুই পাশ্বে যে দুই প্রস্থান নাড়ী অণ্ডকোষের ভিতর পর্য্যন্ত যায়, তাহাকেই রক্ষা করিতে হয় ; অর্থাৎ পাছে সে নাড়ী কাটা যায়, এই ভয়ে অতি সাবধান হইয়া ঐ কৰ্ম্ম করিতে হয়। এক বার চিরিলে প্রস্রাব নলির দ্বারা যদিস্যাৎ উক্ত জল নির্গত না হয়, তবে পুনৰ্ব্বার ঐ প্রকার করিয়া চিরিবে । लिछङ्झेळाड পাথুরি বাহির করিবার বিষয় । কখন ২ লিঙ্গের ভিতরেতে পাথুরি খসিয়া পড়ে, তাহাতে প্রস্রাব বদ্ধ হয়। আর প্রস্রাব নলির মুখ অতিশয় সরু, এই নিমিত্তে পাথুর আপনি বাল্লির হইতে পারে না ; তাছা বাহির করিবার নিমিত্তে নীচের লিখিত চারি প্রকার উপায় আছে। প্রথম। পাথুরি যদিস্তাৎ ক্ষুদ্র থাকে, তবে লি