পাতা:চিকিৎসাসার.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి83 পাথুরির দুই দিগের চৰ্ম্মকে চিরিয়া দিয়া চিমটার দ্বারা পাথুরি ধরিয়া বাহির করিয়া আনিলে প্রস্রাব নির্গত হইবে। তাহার কিঞ্চিৎ পরে পূৰ্ব্বোক্ত প্রকারে মলমের পটী বসাইয়া সেই স্থানকে বান্ধিয়া দিলে কিছু দিবসের মধ্যে ঐ ঘা শুষ্ক হইয়ু আরাম হইবে। পাইমোশেষ অর্থাৎ ছুচিন্দ্রি। চিকু ৷ লিঙ্গের মুখের উপরের চৰ্ম্ম একত্র জড়িত হওয়াতে ঐ চৰ্ম্মকে সহজে খুলিতে পারা যায় না। কারণ । লিঙ্গের মুখেতে ময়লা জমা হইয়া ঘা হইলে উক্ত ব্যামোহ উপস্থিত হয়। উপায় । উক্ত রোগ আরাম হইবার নিমিত্তে সময়ানুসারে নীচের লিখিত দুই প্রকার উপায় করিবে। তাহার চৰ্ম্ম যদি কিঞ্চিৎ নরম থাকে, এবং তাহার মুখ অল্প ছোট হইয়া থাকে, তবে ঐ চৰ্ম্মের অগ্র ভাগ চিমটার দ্বারা ধরিয়া দশ কিম্বা পোনের দিবস পৰ্য্যন্ত প্রত্যহ খুলিলে কখন ২ ঐ চৰ্ম্ম সচরাচরানুসারে চলাচল হইতে পারে। যদিস্তাৎ ঐ মুখ অত্যন্ত ছোট ও শক্ত হওয়াতে 2 ц