পাতা:চিকিৎসাসার.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి( లి ड्रोक्ष्ब्ल । त्रेबमोबाङ । ইন্দ্ৰিয়নলির ভিতরে কোন প্রকার ঘা হইবাতে ইন্দ্রিয় ছোট হয়, তাহাকে স্ট্রকচর বলা যায়। •চিত্ন । প্রস্রাব করিবার সময়ে ইন্দ্রিয় বেদনা করে ; প্রস্রাব শীঘ্ৰ চলে না, ছিদ্র ছোট হয়, প্রস্রাব সৰুৰূপে বাহির হয়। ফোকনার মুখহইতে লিঙ্গের মুখ পৰ্য্যন্ত যে স্থান তাহারি কোন স্থানেতে ঐ ঘা হয়। উপায় । প্রথমে একটী প্রোব অর্থাৎ শলাবিশেষ গলাইয়া কোথায় ঐ ঘা হইয়াছে, তাহা জানিতে হইবে । পরে ঐ ঘায়ের অনুসারে একটা সরু প্রোব অথবা শলা গলাইবে। তাহার পর দিবস তদপেক্ষায় কিঞ্চিৎ মোটা, শলা গলাইবে । এই প্রকারে প্রত্যহ ক্রমে ২ সহানুসারে শলা গলাইলে তাহার মুখ ক্রমে বড় হইবে। আর ঐ ঘা যদিস্যাৎ অত্যন্ত জেয়াদা হইয়া থাকে, তবে একটা শলার মুখেতে কিঞ্চিৎ মোম লাগাইয় তাহার মুখে অতি অল্প লুনার কষ্টিক দিয়া সেই শলাকে ইন্দ্ৰিয়নলির রন্ধে গলাইয়া ঐ ঘাঁয়ে উপরে অৰ্দ্ধ ঘণ্টা পৰ্যন্ত রাখিলে লুনার কষ্টিক মিলিয়া যাইবে; পরে কিঞ্চিৎ জ্বালা করিবে, 2 1 3