পাতা:চিকিৎসাসার.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ج) عه কিন্তু তাহাতে প্রস্রাব দ্বার বড় হইবে। আর তিন ২ অথবা চারি ২ দিবসান্তর উক্ত উপায় করিবে, এবং প্রত্যহ ছোট বড় শলাদি গলাইবে। মন লাগাইয়া প্রত্যহ তাহার নিমিত্তে মেহনত করিলে উক্ত রোগ আরাম হইতে পারিবে । , গুহ বন্ধ হওন। চিহ্ন । জন্মের সময়ে কোন ২ শিশুর গুহ্যদ্বার বদ্ধ হইয়া থাকে, ও তাহাতে কোন ছিদ্র দেখিতে পাওয়া যায় না। কারণ । গুহ্যদ্বারেতে এক প্রকার চৰ্ম্ম আচ্ছাদিত হইয়া থাকে, এই নিমিত্তে মল নির্গত হইতে পারে না। উপায় । ঐ চৰ্ম্ম যদিস্যাৎ পাতলা হইয়া থাকে, তবে বেগ দিবার সময়ে তাহা কিঞ্চিৎ ফুলিয়া উঠিয়া একটা ফোস্কার ন্যায় হইয়া বাহির হয় । সেই সময়ে গুহ্যদ্বার ঠিক করিয়া চিনিয়া অস্ত্রদ্বারা চিরিয়া দিলে মলাদি নির্গত হইবে। ঐ চৰ্ম্ম যদিস্যাৎ অত্যন্ত মোটা হইয়া থাঞ্চে, তবে গুহ্যদ্বারকে একেবারে জড়িত করিয়া রাখে,