পাতা:চিকিৎসাসার.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ৫ ? ক্ষণ অন্য পদের দিগে কিঞ্চিৎ বক্র করিয়া টানিতে হয়। এই প্রকারে গণইট বসাইলে পর যে পৰ্য্যন্ত বেদন ও ফুলা সুস্থ না হয়, তাবৎ একটা বস্ত্র শীতল জলে ভিজাইয়া তাহার উপরে রাখিবে, আর তাহ পুনঃ ২ ভিজাইবে। অধিক ফুলিলে কিম্বা বেদনা হইলে বিবেচনা পূৰ্ব্বক চারিটা কি জোক লাগাইবে। আর খসা অঙ্গের শির যে পর্য্যন্ত সবল না হয়, তাবৎ যাহাতে ঢিল৷ থাকে, এমত করিয়া বান্ধিৰে। ফুলা ও বেদন স্থান হইলে তাহা প্রতি দিন দুই তিন বার নাড়িবে, পাছে তাহা এক দিগে বসিয়া অবশ হয়। আর ঐ অঙ্গ উত্তমৰূপে সবল করণার্থে প্রতি দিন কোন ২ তৈল মদন করিবে । হাড় ভাঙ্গার বিবরণ। •ছাড়’ ভাঙ্গিলে বিশেষ ২ চিকু দেখা যায়। ফলতঃ যে স্থানের হাড় ভাঙ্গে, তাহা নাড়িলে খট ২ করে। দ্বিতীয়, সে অঙ্গ অল্প ছোট হয়। তৃতীয়, তাহ অকৰ্ম্মণ্য হয়। চতুর্থ, তাহ ফুলে ও বেদন করে। পঞ্চম, ভগ্ন স্থান টিপিলে টের পাওয়া যায়। উপায় । ख्ध१. কিঞ্চিৎ টানিয়া দুই হাড়ের মুখ যোগ করিবে, পরে তাহার চতুদিগে পাতলা কোন কাষ্ঠ