পাতা:চিকিৎসাসার.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xమె বেনামি অস্থি । তলপেটের দুই পাশ্বেতে লম্বা ও চেড়া বেনামি নামক যে ছই খান হাড় আছে, তাহার উদ্ধ মুখ কটির নিকট পর্যন্ত পৌঁছিয়াছে ও অধঃস্থ মুখ গুহ্যদ্বারের নিকট পর্যন্ত পৌছিয়াছে ও ঐ উভয় হাড়ের পাশ্বের মুখ তলপেটের মধ্যস্থল পৰ্যন্ত আসিয়া একত্র মিলিত হইয়াছে, ও তাহার পৃষ্ঠদেশের মধ্যস্থলে জানুহাড়ের গাইটের মুখ যুক্ত হইয়াছে। আর ঐ উভয় হাড় খোলের ন্যায় বাক হইয়া মুলদেশ নামক হাড়ের দুই পাশ্বের সহিত জড়িত হইয়া তলপেটের প্রায় তিন ভাগকে ঘেরিয়া রাখে। ফসফস । _ dh్న ফুসফুস নামক যে বস্তু তাহা বক্ষঃস্থলের ভিতরে টাঙ্গান আছে, ও তাহাতে বক্ষঃস্থল পূর্ণ হইয়াছে। সে বস্তু অতিশয় কোমল এবং হালকা, ও তাহার মধ্যেতে ক্ষুদ্র ২ অনেক ফুকর আছে, যাহাতে নিশ্বাস প্রবেশ হয়। ঐ ফুসফুস বামে ও দক্ষিণে প্রায় সমান छूई ভাগ হইয়াছে ; લે छूड़े ভাগের মধ্যে বক্ষোস্থিহইতে মেরুদণ্ড পৰ্যন্ত চৰ্ম্মের ন্যায় একখানি পদা আছে, যাহার দ্বারা ফুসফুস দুই ভাগ হইয়াছে। में छूझे ভাগের মধ্যে আরো কতক