পাতা:চিকিৎসাসার.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 রক্ত চলাচল হয় তাহার বর্ণ লাল, ও গ্রহণী নাড়ীর রক্ত কালোবর্ণ । উদরের বিবরণ। উদরের উর্দু ভাগে ও বক্ষঃস্থলের (অর্থাৎ) ফুসফুসের নীচে এই উভয় স্থানের মধ্যে ডায়েক্রেম (diaphragm) নামক একখানি চৰ্ম্মের পদ আছে, যাহার দ্বারা উদরহইতে বক্ষঃস্থলকে পৃথক করা যায়। ঐ পদ বক্ষোস্থির অধঃস্থ মুখহইতে মেরুদণ্ড পৰ্যন্ত বিস্তীর্ণ হইয়াছে, ও তাহার বাম ও দক্ষিণ কিনার। ছুই দিগের পাজরের হাড়ের সহিত লগ্ন হইয়াছে। আর গলার নলী মুখের নিকটহইতে ঐ পদার মধ্য দিয়া (অর্থাৎ সেই চৰ্ম্মকে ফুড়িয়া আসিয়া) আমাশয় নামক কুঠরীর মুখেতে প্রবেশ করে, ও আহারাদি তাহাদ্বারা আসিয়া ঐ কুঠরতে প্রবেশ করে। কলিজ। । ডায়েফ্রেম নামক পদার নীচে ও আমাশয় নামক কুঠরীর উপরে এই স্থানেতে মেরুহাড়ের নিকটে কলিজ টাঙ্গান আছে। তাহার অগ্রভাগ পাজরের অধঃস্থ হাড়ের নিকটে পৌছিয়াছে। সে কেৰল