পাতা:চিকিৎসাসার.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ মাংসের ন্যায়, কিন্তু মাংসহইতে নরম, ও কালোবর্ণ। তাহা দুই ভাগ হইয়াছে, তাহার দক্ষিণ ভাগ কিঞ্চিঃ বড় ও বাম ভাগ কিঞ্চিৎ ছোট। ঐ বাম ভাগ পীলের পশ্চাতে ঝুলিতেছে, আর ঐ কলিজাহইতে এক প্রকার রস উৎপন্ন হইয়া একটি নলীর দ্বারা অামাশয়ের উপরি ভাগেতে প্রবেশ করিয়া খাদ্য দ্রব্যাদির সহিত মিশ্রিত হইয়া তাহাদিগকে জীর্ণ করায়।

  • পিত্তকোষ ।

উদরের মধ্যে চৰ্ম্মের একটি থৈলি অাছে, যাহাকে পিত্তকোষ বলা যায়। সে থৈলি দক্ষিণ দিগের কলি ও গাঢ় এবং সবুজবর্ণ এক প্রকার রস উৎপন্ন হয় ; যাহাকে পিত্ত কহ যায়। সেই রস একটি নলীদ্বারা ঐ আমাশয়ের ভিতরে প্রবেশ করিয়া আহারাদি জীর্ণ করিবার জন্যে তাহার সঙ্গে মিশ্রিত হয়। কুকুর জিহ্ব। উদরের উপরি ভাগেতে ও আমাশয়ের নীচে কুকুরের জিহ্বার ন্যার মাংসময় একটি বস্তু টাঙ্গন আছে, যাহাকে ইতর ভাষাতে কুকুরজিহ্বা কহ। যায়। তাহাহইতে জলের ন্যায় এক প্রকার রস উৎ