পাতা:চিকিৎসাসার.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ల) করে এবং সম্পূৰ্ণৰূপে জীৰ্ণ করে, ও তৎকালীন সেই স্থানেতে ভুক্ত দ্রব্য দুগ্ধের সরের ন্যায় হয়। চতুর্থ। আন্ত্রিকের উর্দ্ধমুখহইতে অধঃ পৰ্য্যন্ত চতুৰ্দ্দিগে অতি ক্ষুদ্র ২ লক্ষ ২ শোষক নাড়ী আছে। যে দ্রব্যহইতে যে রক্তজনক রস উৎপন্ন হইতে পারে, তাহার সেই রস তদ্বারা আকৰ্ষিত হয়। ঐ নাড়ীর সহিত সংযুক্ত হইয়া আছে, যাহার দ্বারা ঐ শোষিত বস্তু গলার নিকট পর্য্যন্ত আসিয়া একটি বড় গ্রহণী নাড়ীতে প্রবিষ্ট হয়, পরে তাহার রসের সহিত মিশ্রিত হইয়া অন্তঃকরণের দক্ষিণ ভাগের ভিতরে আসিয়া তাহার রক্তের সহিত মিশ্রিত হইয়। ফুসফুসের ভিতরে প্রবিষ্ট হয়, ও সেই স্থানেতে তাহ পরিষ্কার হইয়া উত্তম রক্ত হয়। পরে অন্তঃকরণের বাম ভাগের মধ্যে প্রবেশ করে, তৎপরে সকল শরীরে ব্যাপ্ত হয় ।