পাতা:চিকিৎসাসার.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిలి ন্যায় চতুদিগে খেলিতেছে। আর গুলফের দুইখানা হাড়ের একখানার মুখ লম্বা ও চেপ্টা; তাহা গুলাফের মধ্যেতে আছে । পায়ের পাতার উপরি ভাগেতে ও গুলফের ছুইখানা হাড়ের সম্মুখে নানা প্রকার আর পাচখানা হাড় আছে। ঐ পাচখানা হাড়ের উৰ্দ্ধমুখ গুলফের সেই ছুইখানা হাড়ের অধঃস্থ মুখের সহিত যুক্ত আছে, ও ঐ হাড় অম্প২ খেলে । আর ঐ পাচখানা হাড়ের অধঃস্থ মুখ পায়ের পাতার পঁাচখানা হাড়ের উদ্ধৃমুখের সহিত যুক্ত আছে । আর ঐ পাতার পঁাচখানা হাড়ের অধঃস্থ মুখের সহিত অঙ্গুলির মুলহাড়ের উৰ্দ্ধমুখ সংলগ্ন আছে, কিন্তু অঙ্গুলির হাড় সকল অম্প ২ খেলে। আর হস্তাঙ্গুলির বিষয় যে প্রকার বিস্তারিত করিয়া লিখিয়াছি, পাদাঙ্গুলিরও বিষয় সেই প্রকার জানিবা । প্রত্যেক গাইটের মূলে ক্ষুদ্র ২ থৈলি আছে, কারণ তাহার মধ্যে তৈল জমা হয়, সেই ভৈল তাহহেইতে নির্গত হইয়া ঐ গণইটের সন্ধির মধ্যে প্রবেশ করিয়া তাহাকে কোমল করে। •=