পাতা:চিকিৎসাসার.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حيND শিরাদির বিবরণ । শিরের বিবরণ । শরীরের মধ্যে চারি প্রকার শির অাছে। প্রথম শির শ্বেতবর্ণ ও কোমল এবং চৰ্ম্মের ন্যায় অতিশয় চিমড়া । এ শির কেবল গণইটের ভিতরে থাকে, এবং গাইটের উভয় হাড়ের মুখকে একত্র যুক্ত রাখে । দ্বিতীয় শির শ্বেতবর্ণ ও চৰ্ম্মের ন্যায় অতিশয় পাতলা। ঐ শির খোলের ন্যায় হইয়া প্রত্যেক গণইটের চতুঃপাশ্বকে ঢাকিয়া রাখিয়াছে। ঐ খোলের মধ্যে গণইটকে চিক্কণ রাখিবার জন্যে তৈলের ন্যায় এক প্রকার চিকণ দ্রব্য আছে, তাহাতে খেলিবার সময় ঐ গণইট ক্ষয় পায় না। তৃতীয় শিরসমূহ শ্বেতবর্ণ ও অতিশয় মজবুত, যাক। হস্তের ও পায়ের চৰ্ম্মের নীচে দৃশ্য হইতেছে। এ শির মাংসীয় শিরের মুখের সহিত যুক্ত হইয় তাহাকে লম্বা করে। অঙ্গুলি সকলকে চালাইবার জন্যে যে শির নিযুক্ত হইয়াছে, তাহ হস্তের ও পায়ের শুকনলীর উপরে আছে। সে শির অতিশয় মোটা, এই জন্যে অঙ্গুলির উপরে প্রবেশ করিতে পারে না; তাহা হইলে অঙ্গুলি অতিশয় মোটা হইত ; এই