পাতা:চিকিৎসাসার.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোট মনুষ্যের শরীরে মোটা, এবং পাতলা মনুষ্যের শরীরে সরু হয়। আর ঐ শিরের দ্বারা শরীরের গঠনের উত্তমাধম দৃশ্য হয়। অর্থাৎ যাঙ্গর শরীরের মধ্যে স্থানবিশেষে ঐ শির উত্তমৰূপে সোজা ও ঠিক খচিত ও জড়িত হইয়াছে, তাহার শরীর সুগঠন দৃশ্য হয়, আর যাহার শরীরের মধ্যে ঐ শিরসমূহ উত্তমৰূপে খচিত হয় নাই, তাহার শরীর কুগঠন দৃশ্ব হয়। শরীরের মধ্যে ৫২৭ শির আছে । যথা জোড়া ২ হইয়া ২৫৭ জোড়া • • • • ৫১৪ একটি ২ হইয়া . . . . . . - - - - ১৩ ৫২৭ এই শিরসমূহের মধ্যে তিন প্রকার শির আছে। প্রথম । স্ব ইচ্ছায় চলে, যথা, চক্ষু ও অন্তঃকরণ এবং ফুসফুসাদির শিরসমূহ। ইহাদিগকে চালাইবার জন্যে মনুষ্যের কোন শক্তি নাই । দ্বিতীয় শির। যাহাকে চালাইতে মনুষ্যের অধিকণর আছে, যথা, হস্তপদাদির শিরসমুহ । তৃতীয় শির। যাহা সৰ্ব্বদা আচল থাকে, যথা, মস্তকাদির শিরসমূহ। শিরসমূহের উভয় মুখের অগ্রভাগকে হাড়ের সহিত যুক্ত করিবার জন্যে শুক্লবৰ্ণ ও নীরস এক